আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আহত যুবকের নাম মো. আসাদুল ইসলাম (২৮) তিনি ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফ বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকা দিয়ে আসাদুল ইসলাম নামে ওই ব্যক্তি নদী পাড় হচ্ছিল। এ সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
ট্যাগস :