যে কারণে লন্ডনে সংসার শুরু করেছেন বিরাট-আনুশকা

- আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
লন্ডনে আনুশকা-বিরাট দ্বিতীয় সংসার শুরু করেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন এ দম্পতি। আনুশকা দুই সন্তানের মা হয়েছেন। সন্তানদের নিরাপদের কথা চিন্তা করেই লন্ডনে সংসার শুরু করা।
দুটি কারণে আনুশকা-বিরাট এ সিদ্ধান্ত নিয়েছেন। সাইফ আলি খানের ওপর হামলার পর অনেক তারকা নিজেদের গুটিয়ে নিয়েছেন। তাদের সন্তানকে গণমাধ্যম ও ফটো সাংবাদিকদের থেকে দূরে রাখছেন।
তাদের মধ্যে শুধু আনুশকাই নয়। রয়েছেন আলিয়া ভাটও। আলিয়া তার মেয়ে রাহাকে আর ফটো সাংবাদিকদের সামনে যেতে নিচ্ছেন না। অথচ কাপুর কন্যার ফটো সাংবাদিকদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়েছিল।
দ্বিতীয়ত, কাশ্মীরের পহেলগামের ভয়াবহ ঘটনা বিরাট-অনুশকার মনে সম্ভবত আতঙ্কের ছাপ ফেলেছে।
কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন বিরাট আর আনুশবা। এই আড্ডায় উঠে আসে তাদের বিদেশে সংসার করার বিভিন্ন বিষয়-আশয়। এ পডকাস্টের সঙ্গে যুক্ত ছিলেন
মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও।
তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই আনুশকার এ সিদ্ধান্ত।
নেনের ভাষ্য, কোনো কারণ ছাড়াই গণমাধ্যমের স্বাভাবিক উপস্থিতি তাদের স্বাভাবিক জীবনের ক্ষতি করছে। এই গণমাধ্যম ও অহেতুক ভিড়ের কারণে তারা ইচ্ছে হলেও ফুচকা বা ভেলপুলি খেতে পারেন না। মাধুরীর ওই পডকাস্টে অনেকটা আক্ষেপ করেই তারা এসব কথা বলেন। একইসঙ্গে তাদের ছেলে-মেয়েদের নিয়ে সংবাদ মাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো আর ভালো লাগছে না তারকা দম্পতির। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই।