শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ

- আপডেট সময় ০৫:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
মাগুরার আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) আরও তিন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সাক্ষীরা হলেন-দেলোয়ার হোসেন, ইব্রাহিম শেখ ও হজরত আলী। এর আগে রবিাবার (২৭ এপ্রিল) মামলার বাদী নিহত আছিয়ার মা আয়েশা খাতুনসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে কড়া নিরাপত্তায় মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আনা হয়।
গত ১ মার্চ ভুক্তভোগী শিশু আছিয়া মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। গত ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।
এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।