০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

ফায়ার সার্ভিসের ডুবুরি দল চাঁদপুরে পৃথক ঘটনায় ডাকাতিয়া নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। শহরের গুনরাজদী ও কয়লাঘাট এলাকা থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলো, সৌম্য দ্বীপ সরকার আপন (১৭)। সে শহরের গুনরাজদী এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। আরাফাত (১৪) কয়লাঘাট এলাকার দুলাল কাজীর ছেলে।

দ্বীপ সরকার পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও আরাফাত পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, দ্বীপ সরকার আপন নামের এক কলেজ শিক্ষার্থী ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে স্থানীয় লোকজন মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয় আরাফাত নামের আরেক স্কুল শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল দিলে আমরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ফায়ার সার্ভিসের ডুবুরি দল চাঁদপুরে পৃথক ঘটনায় ডাকাতিয়া নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। শহরের গুনরাজদী ও কয়লাঘাট এলাকা থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলো, সৌম্য দ্বীপ সরকার আপন (১৭)। সে শহরের গুনরাজদী এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। আরাফাত (১৪) কয়লাঘাট এলাকার দুলাল কাজীর ছেলে।

দ্বীপ সরকার পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও আরাফাত পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, দ্বীপ সরকার আপন নামের এক কলেজ শিক্ষার্থী ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে স্থানীয় লোকজন মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয় আরাফাত নামের আরেক স্কুল শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল দিলে আমরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।