ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

ফুলবাড়িয়ায় ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাৎ করায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ মে) রাতে এ তথ্য জানানো হয়। এর আগে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ও ঈশ্বরগঞ্জ থেকে শুক্রবার (২ মে) রাতে এই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জামালপুরের মাদারগঞ্জের সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের তাসলিমা আক্তার (৩৫)। সাজেদুল নিজেকে এনজিওর মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী একটি ভুয়া এনজিও খোলেন। এর মধ্যে সাজেদুল মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয়ে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন।

তারা এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণের কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনজিও খুলে স্বামী-স্ত্রী মিলে প্রতারণার মাধ্যমে গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী ফারহানা খাতুন থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাৎ করায় গ্রেফতার ২

আপডেট সময় ০১:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ মে) রাতে এ তথ্য জানানো হয়। এর আগে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ও ঈশ্বরগঞ্জ থেকে শুক্রবার (২ মে) রাতে এই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জামালপুরের মাদারগঞ্জের সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের তাসলিমা আক্তার (৩৫)। সাজেদুল নিজেকে এনজিওর মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী একটি ভুয়া এনজিও খোলেন। এর মধ্যে সাজেদুল মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয়ে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন।

তারা এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণের কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনজিও খুলে স্বামী-স্ত্রী মিলে প্রতারণার মাধ্যমে গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী ফারহানা খাতুন থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।