ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কুমিল্লায় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কলেজপাড়া এলাকায় মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নাজমুল হাসান (৩৩)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলেন। এ সময় নাজমুলের মোবাইলে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নাজমুল মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে যান।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কলেজপাড়া এলাকায় মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নাজমুল হাসান (৩৩)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলেন। এ সময় নাজমুলের মোবাইলে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নাজমুল মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে যান।