০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে আরও অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভয়াবহ হামলায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় আহত হয়েছেন আরও ১১৮ জন। ফলে চলমান এই যুদ্ধের শুরু থেকে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো অনেক মরদেহ পড়ে আছে, তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উদ্ধারকর্মীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬১৩ জন নিহত এবং আরও ৪ হাজার ২০০ জন আহত হয়েছেন।

এর আগে, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সময় গাজায় খানিকটা স্বস্তি ফিরলেও হামাসের সঙ্গে মতপার্থক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও আকাশপথে আগ্রাসন শুরু করে ইসরায়েল। নতুন করে শুরু হওয়া এই হামলা কার্যত জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে।

ইসরায়েলের এই অব্যাহত হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে, তবে মানবিক সহায়তা পৌঁছানোর পথ এখনও প্রায় বন্ধ। গাজাবাসী এখন আশ্রয়হীন, খাবারহীন এবং অনিরাপদ এক বিভীষিকাময় বাস্তবতার মুখোমুখি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে আরও অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভয়াবহ হামলায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় আহত হয়েছেন আরও ১১৮ জন। ফলে চলমান এই যুদ্ধের শুরু থেকে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো অনেক মরদেহ পড়ে আছে, তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উদ্ধারকর্মীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬১৩ জন নিহত এবং আরও ৪ হাজার ২০০ জন আহত হয়েছেন।

এর আগে, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সময় গাজায় খানিকটা স্বস্তি ফিরলেও হামাসের সঙ্গে মতপার্থক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও আকাশপথে আগ্রাসন শুরু করে ইসরায়েল। নতুন করে শুরু হওয়া এই হামলা কার্যত জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে।

ইসরায়েলের এই অব্যাহত হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে, তবে মানবিক সহায়তা পৌঁছানোর পথ এখনও প্রায় বন্ধ। গাজাবাসী এখন আশ্রয়হীন, খাবারহীন এবং অনিরাপদ এক বিভীষিকাময় বাস্তবতার মুখোমুখি।