০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সংঘর্ষের জের: কুয়েটের ৩৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন সাময়িক স্থগিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া এবং ৪ মে থেকে সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় গত ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সন্তুষ্ট নন। তারা অবিলম্বে হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা গত রবিবার বেলা ৩টা থেকে হলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মূল দাবি ছিল সোমবার রাত থেকেই হল খুলে দেওয়া। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছিলেন, কিন্তু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি। হল খোলা এবং একাডেমিক কার্যক্রম শুরু হতে এখনো অনেক দিন বাকি থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি, হলে থাকতে না পারায় তাদের টিউশনিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এরপর, ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংঘর্ষের জের: কুয়েটের ৩৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন সাময়িক স্থগিত

আপডেট সময় ০১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া এবং ৪ মে থেকে সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় গত ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সন্তুষ্ট নন। তারা অবিলম্বে হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা গত রবিবার বেলা ৩টা থেকে হলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মূল দাবি ছিল সোমবার রাত থেকেই হল খুলে দেওয়া। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছিলেন, কিন্তু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি। হল খোলা এবং একাডেমিক কার্যক্রম শুরু হতে এখনো অনেক দিন বাকি থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি, হলে থাকতে না পারায় তাদের টিউশনিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এরপর, ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।