০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

প্রিয়াংকার সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল, অবশেষে মুখ খুললেন কারিনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

বলিউডের দুই জনপ্রিয় তারকা কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়ার মধ্যে অনেক দিন আগে থেকে একটা ঠান্ডা দ্বন্দ্ব ছিল—এ খবর অনেকেই জানেন। কিন্তু আসলে কী হয়েছিল? অবশেষে কারিনা মুখ খুললেন সেই পুরোনো বিষয় নিয়ে।

২০০৪ সালে ‘এইতরাজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর ‘কফি উইথ করণ’ শোতেও তা দেখা যায়। একবার শোতে করণ জোহর কারিনাকে প্রশ্ন করেন, প্রিয়াংকাকে কী জানতে চান? উত্তরে কারিনা মজার ছলে বলেন, “প্রিয়াংকা এমন অ্যাকসেন্ট কোথা থেকে শিখেছে?”

এই মন্তব্যে প্রিয়াংকাও চুপ থাকেননি। তিনি বলেন, “আমার তো মনে হয়, ওর প্রেমিক (সাইফ আলী খান) যেখানে থেকে শিখেছে, সেখান থেকেই আমি শিখেছি।”

তাদের এই ঠাট্টা-মাখানো কথাবার্তা নিয়ে তখন বেশ হইচই পড়ে যায়। এমনকি শোনা যায়, এক কনসার্টে বিদেশ সফরের সময় দুজনের মধ্যে তর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা হাতাহাতির কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

২০২৩ সালে একটি সাক্ষাৎকারে কারিনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এসব আসলে গুজব। তখন মিডিয়া অনেক কিছু বানিয়ে বলত। হ্যাঁ, হয়তো একটু রাগ, প্রতিযোগিতা ছিল, কারণ আমরা সবাই নিজেকে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা তো স্বাভাবিক।”

কারিনা আরও বলেন, “৯০-এর দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত প্রায় সময়ই এই ধরনের ‘ক্যাটফাইট’ বা তারকাদের ঝগড়ার গল্প শুনতাম। তখন মানুষ এসব বিষয় নিয়ে খুব আগ্রহী ছিল। এখন কিন্তু এমন খবর অনেক কম হয়—এটাই ভালো দিক।”

তিনি এটাও স্বীকার করেন যে, ক্যারিয়ারের শুরুতে তিনিও খুব তাড়াহুড়ো করতেন, সবসময় নিজের জায়গা পাকা করতে চেয়েছেন। “আমি সেরা হতে চেয়েছিলাম, একটু বেশিই অস্থির ছিলাম,” বলেন কারিনা।

সবচেয়ে বড় চমক ছিল ২০১৯ সালে, যখন প্রিয়াংকা ও কারিনা আবার একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হন। সেদিন দুজনকে একে অপরের সঙ্গে হেসে-খেলে কথা বলতে দেখা যায়। বোঝা যায়, পুরোনো সেই ভুল বোঝাবুঝি এখন অতীত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রিয়াংকার সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল, অবশেষে মুখ খুললেন কারিনা

আপডেট সময় ০২:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

বলিউডের দুই জনপ্রিয় তারকা কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়ার মধ্যে অনেক দিন আগে থেকে একটা ঠান্ডা দ্বন্দ্ব ছিল—এ খবর অনেকেই জানেন। কিন্তু আসলে কী হয়েছিল? অবশেষে কারিনা মুখ খুললেন সেই পুরোনো বিষয় নিয়ে।

২০০৪ সালে ‘এইতরাজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর ‘কফি উইথ করণ’ শোতেও তা দেখা যায়। একবার শোতে করণ জোহর কারিনাকে প্রশ্ন করেন, প্রিয়াংকাকে কী জানতে চান? উত্তরে কারিনা মজার ছলে বলেন, “প্রিয়াংকা এমন অ্যাকসেন্ট কোথা থেকে শিখেছে?”

এই মন্তব্যে প্রিয়াংকাও চুপ থাকেননি। তিনি বলেন, “আমার তো মনে হয়, ওর প্রেমিক (সাইফ আলী খান) যেখানে থেকে শিখেছে, সেখান থেকেই আমি শিখেছি।”

তাদের এই ঠাট্টা-মাখানো কথাবার্তা নিয়ে তখন বেশ হইচই পড়ে যায়। এমনকি শোনা যায়, এক কনসার্টে বিদেশ সফরের সময় দুজনের মধ্যে তর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা হাতাহাতির কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

২০২৩ সালে একটি সাক্ষাৎকারে কারিনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এসব আসলে গুজব। তখন মিডিয়া অনেক কিছু বানিয়ে বলত। হ্যাঁ, হয়তো একটু রাগ, প্রতিযোগিতা ছিল, কারণ আমরা সবাই নিজেকে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা তো স্বাভাবিক।”

কারিনা আরও বলেন, “৯০-এর দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত প্রায় সময়ই এই ধরনের ‘ক্যাটফাইট’ বা তারকাদের ঝগড়ার গল্প শুনতাম। তখন মানুষ এসব বিষয় নিয়ে খুব আগ্রহী ছিল। এখন কিন্তু এমন খবর অনেক কম হয়—এটাই ভালো দিক।”

তিনি এটাও স্বীকার করেন যে, ক্যারিয়ারের শুরুতে তিনিও খুব তাড়াহুড়ো করতেন, সবসময় নিজের জায়গা পাকা করতে চেয়েছেন। “আমি সেরা হতে চেয়েছিলাম, একটু বেশিই অস্থির ছিলাম,” বলেন কারিনা।

সবচেয়ে বড় চমক ছিল ২০১৯ সালে, যখন প্রিয়াংকা ও কারিনা আবার একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হন। সেদিন দুজনকে একে অপরের সঙ্গে হেসে-খেলে কথা বলতে দেখা যায়। বোঝা যায়, পুরোনো সেই ভুল বোঝাবুঝি এখন অতীত।