০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
নৌবাহিনীর সহায়তায় মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর মাধ্যমে তারা চট্টগ্রামে পৌঁছান। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসন জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাগরিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করার এবং এজেন্সি যাচাই করার আহ্বান জানান।
তিনি প্রতারিতদের সহায়তার আশ্বাস দেন এবং বলেন যে জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে মিয়ানমারে আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
ট্যাগস :