উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

- আপডেট সময় ০২:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায় শুক্রবার (১৮) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার হরিনাথপুর গ্রামের যাত্রী শ্রী মানিক চন্দ্র শীল (৪২) ও একই গ্রামের মাইক্রোবাস চালক মুনছুরুল আলম বাবুল (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি নয়ানগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান। নিহত যাত্রী মানিক চন্দ্র শীলের আপন ভাই সুমন কুমার দাসও গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।