ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

    অবশেষে সফল স্পেসএক্সের স্টারশিপ, নতুন মাইলফলক স্থাপন ইলন মাস্কের

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ১২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    একাধিক ব্যর্থতার পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ মেগা রকেট। মঙ্গলবার (২৬ আগস্ট) দশম পরীক্ষামূলক প্রচেষ্টায় রকেটটি মহাকাশে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এই সফল উৎক্ষেপণ ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন এবং নাসার চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার জন্য একটি বড় অগ্রগতি। খবর এএফপির।

    স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দক্ষিণ টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের কয়েক মিনিট পর রকেটের নিচের অংশ, অর্থাৎ ‘সুপার হেভি’ বুস্টারটি সফলভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। এটি ছিল রকেটটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। স্টারশিপ মূলত দুটি অংশ নিয়ে গঠিত। ১২০ মিটারেরও বেশি উঁচু এই রকেটের ওপরের অংশটিকে ‘শিপ’ বলা হয়, যা নিচের বিশাল রকেট ইঞ্জিন ‘সুপার হেভি’র ওপর স্থাপন করা থাকে।

    এই উড়ানে আটটি ডামি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট সফলভাবে মহাকাশে স্থাপন করতে সক্ষম হয় স্পেসএক্স। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা ভবিষ্যতে সত্যিকারের স্যাটেলাইট স্থাপনের পথ খুলে দেবে। তবে পৃথিবীতে ফিরে আসার সময় রকেটের কিছু তাপ নিরোধক টাইলস খুলে যায়। স্পেসএক্স জানিয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, যাতে যানের দুর্বল দিকগুলো পরীক্ষা করা যায় এবং ভবিষ্যতে আরও উন্নত করা যায়।

    এই সফলতার পর ইলন মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটি স্টারশিপের ভবিষ্যতের জন্য একটি বড় মাইলফলক। তবে এই সফলতার পরেও স্টারশিপের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। ইলন মাস্কের মতে, সবচেয়ে কঠিন কাজ হলো এমন একটি সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য হিট শিল্ড তৈরি করা, যা দ্রুত মেরামত করে আবার উড়ানো যাবে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো মহাকাশে রকেটটিতে জ্বালানি ভরাটের সক্ষমতা তৈরি করা, যা দূরবর্তী মহাকাশ মিশনে যাওয়ার জন্য অপরিহার্য।

    নিউজটি শেয়ার করুন

    অবশেষে সফল স্পেসএক্সের স্টারশিপ, নতুন মাইলফলক স্থাপন ইলন মাস্কের

    আপডেট সময় ১২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

    একাধিক ব্যর্থতার পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ মেগা রকেট। মঙ্গলবার (২৬ আগস্ট) দশম পরীক্ষামূলক প্রচেষ্টায় রকেটটি মহাকাশে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এই সফল উৎক্ষেপণ ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন এবং নাসার চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার জন্য একটি বড় অগ্রগতি। খবর এএফপির।

    স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দক্ষিণ টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের কয়েক মিনিট পর রকেটের নিচের অংশ, অর্থাৎ ‘সুপার হেভি’ বুস্টারটি সফলভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। এটি ছিল রকেটটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। স্টারশিপ মূলত দুটি অংশ নিয়ে গঠিত। ১২০ মিটারেরও বেশি উঁচু এই রকেটের ওপরের অংশটিকে ‘শিপ’ বলা হয়, যা নিচের বিশাল রকেট ইঞ্জিন ‘সুপার হেভি’র ওপর স্থাপন করা থাকে।

    এই উড়ানে আটটি ডামি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট সফলভাবে মহাকাশে স্থাপন করতে সক্ষম হয় স্পেসএক্স। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা ভবিষ্যতে সত্যিকারের স্যাটেলাইট স্থাপনের পথ খুলে দেবে। তবে পৃথিবীতে ফিরে আসার সময় রকেটের কিছু তাপ নিরোধক টাইলস খুলে যায়। স্পেসএক্স জানিয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, যাতে যানের দুর্বল দিকগুলো পরীক্ষা করা যায় এবং ভবিষ্যতে আরও উন্নত করা যায়।

    এই সফলতার পর ইলন মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটি স্টারশিপের ভবিষ্যতের জন্য একটি বড় মাইলফলক। তবে এই সফলতার পরেও স্টারশিপের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। ইলন মাস্কের মতে, সবচেয়ে কঠিন কাজ হলো এমন একটি সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য হিট শিল্ড তৈরি করা, যা দ্রুত মেরামত করে আবার উড়ানো যাবে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো মহাকাশে রকেটটিতে জ্বালানি ভরাটের সক্ষমতা তৈরি করা, যা দূরবর্তী মহাকাশ মিশনে যাওয়ার জন্য অপরিহার্য।