উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

- আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
উপদেষ্টা পরিষদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে। রবিবার (২২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পূর্বঘোষণা অনুযায়ী আজ অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে।
তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।
প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সর্বসাধারণের জন্য অনলাইনে মতামত দেওয়ার সুযোগ দিয়েছিল সরকার।
কয়েকটি বেসরকারি সংস্থা ও অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেট সম্পর্কে নানা মতামত তুলে ধরেন। তবে প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে আপত্তি এলেও তেমন বড় কোনো পরিবর্তন আসছে না।


























