এক বলে ২২ রান! অবিশ্বাস্য মনে হলেও এমনটিই ঘটেছে ক্যারিবিয়ান লিগে

- আপডেট সময় ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ক্রিকেটে এক বলে ২২ রান—শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস ইনিংসের ১৫তম ওভারে এমন অদ্ভুত রেকর্ড গড়েন। পুরো ওভারেই তিনি দেন ৩৩ রান, যার মধ্যে এক বলেই খরচ করেন ২২।
ঘটনাটি ঘটে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ড্যারেন স্যামি স্টেডিয়ামে। টমাসের করা ১৫তম ওভারের প্রথম দুটি বলে রান আসে ৪। রোমারিও শেফার্ড প্রথম বল ডট খেলার পর দ্বিতীয় বলে মারেন চার। তৃতীয় বলটি ডট হলেও পরে দেখা যায় সেটি ছিল নো বল। ফলে শেফার্ড পান ফ্রি হিট।
এরপর শুরু হয় নাটকীয়তা। নো বলের ফ্রি হিটে টমাস দেন ওয়াইড, যার ফলে ফ্রি হিট বহাল থাকে। এর পরের দুটি বলও ছিল নো, আর সেই দুটি ফ্রি হিট কাজে লাগিয়ে শেফার্ড টানা দুই ছক্কা হাঁকান। ফ্রি হিট তখনো শেষ হয়নি। সেই একই ফ্রি হিটে শেফার্ড আরও একটি ছক্কা মারেন। অর্থাৎ এক বলে তিনটি ছক্কা হজম করেন টমাস। ১০ বলের সেই ওভারের শেষ ডেলিভারিতেও পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ মারেন ছক্কা।
টমাসের ওভারের পর ইনিংসের ১৭তম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন দেন ২৭ রান। এক ওভার শেষ করতে তাঁকে করতে হয় ১২ বল। এই ওভারে শেফার্ড দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
তবে এমন ব্যয়বহুল দুটি ওভার সত্ত্বেও জয় পায় সেন্ট লুসিয়া কিংস। টসে জিতে আগে ব্যাট করে গায়ানা আমাজন ওয়ারিয়র্স তোলে ২০২ রান। কিন্তু বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন সেন্ট লুসিয়া কিংস মাত্র ১১ বল হাতে রেখেই সেই লক্ষ্য পূরণ করে নেয়।