গাজায় ইসরাইলি হামলা, একদিনে নিহত আরও ৮২ ফিলিস্তিনি

- আপডেট সময় ১২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনেই (রোববার, ৬ জুলাই) অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
এর একদিন আগে, শনিবার (৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (Gaza Humanitarian Foundation – GHF)-এর ত্রাণকেন্দ্র থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪,৮৯১ জন।
গত জুনের শেষ দিকে ট্রাম্প প্রশাসন GHF-কে ৩০ মিলিয়ন ডলারের সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে বিভিন্ন সূত্র অভিযোগ করছে, ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে জড়ো হওয়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর প্রায় নিয়মিতভাবেই হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে আন্তর্জাতিকভাবে মার্কিন ভূমিকার সমালোচনা উঠলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে, GHF-ই একমাত্র সংস্থা যারা এখনো গাজা উপত্যকায় কার্যকরভাবে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১২০০ জন নিহত হন এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে দুই পক্ষের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এই দীর্ঘ সংঘাতের অবসানে এবার ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহেই গাজায় এই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
হামাস ইতোমধ্যেই প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন।