ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

    তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো— নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) প্রবেশের ক্ষেত্রে সবাইকে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না এবং সমমানের নতুন কোনো পদ তৈরি করেও পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

    দ্বিতীয় দাবি অনুযায়ী, দশম গ্রেডে (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে) ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ ১০০ শতাংশ কোটা বাতিল করতে হবে। এ পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণের পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দিতে হবে। তাদের শেষ দাবি হলো, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে বা পরে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

    এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রথমদিন শাহবাগে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে তারা রাত আটটায় শাহবাগ ছাড়েন।

    ওইদিন পৃথক দাবিতে বনানীতে পোশাকশ্রমিকদের অবরোধ এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে নগরীর তিন স্থানে একই সময়ে যান চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

    দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি সম্পর্কে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তারা শাহবাগ অবরোধ করেছেন। তবে দাবি আদায়ে প্রয়োজনে সেখান থেকে তারা অন্য জায়গাতেও যেতে পারেন।
    বুধবারের অবরোধের কারণে ফের শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

    নিউজটি শেয়ার করুন

    তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে শিক্ষার্থীরা

    আপডেট সময় ০১:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

    তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো— নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) প্রবেশের ক্ষেত্রে সবাইকে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না এবং সমমানের নতুন কোনো পদ তৈরি করেও পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

    দ্বিতীয় দাবি অনুযায়ী, দশম গ্রেডে (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে) ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ ১০০ শতাংশ কোটা বাতিল করতে হবে। এ পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণের পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দিতে হবে। তাদের শেষ দাবি হলো, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে বা পরে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

    এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রথমদিন শাহবাগে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে তারা রাত আটটায় শাহবাগ ছাড়েন।

    ওইদিন পৃথক দাবিতে বনানীতে পোশাকশ্রমিকদের অবরোধ এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে নগরীর তিন স্থানে একই সময়ে যান চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

    দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি সম্পর্কে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তারা শাহবাগ অবরোধ করেছেন। তবে দাবি আদায়ে প্রয়োজনে সেখান থেকে তারা অন্য জায়গাতেও যেতে পারেন।
    বুধবারের অবরোধের কারণে ফের শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।