নগদের বিকল্পে নতুন বিনিয়োগকারী খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক-আহসান মনসুর

- আপডেট সময় ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনার মতো সক্ষমতা রাখে না। তাই নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহখানেকের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও স্থিতিশীলভাবে গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, আন্তঃলেনদেন ব্যবস্থার চালুর বিষয়ে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী মাসে তারা বাংলাদেশে আসবেন। এ সময় তিনি উল্লেখ করেন, আগের সরকার নিজেদের আত্মীয়-স্বজনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিল, যা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্যকর হয় না।
অর্থনৈতিক ক্ষেত্রে আধুনিকীকরণের অংশ হিসেবে গভর্নর বলেন, শিগগিরই বেসরকারি খাতের জন্য ক্রেডিট ব্যুরো অনুমোদন দেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, যারা ট্রেড লাইসেন্স পাবেন, প্রত্যেকের ক্ষেত্রে কিউআরকোড ব্যবস্থার প্রয়োজনীয়তা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
এ সম্মেলনে ব্যাংক ও ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকেরা মিলিত হয়ে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।