ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    প্রতিবাদী ছাত্রনেতা গণেশচন্দ্র রায় সাহসকে নিয়ে নিপুণ রায়ের আবেগঘন বার্তা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৩ বার পড়া হয়েছে

    গণেশচন্দ্র রায় সাহস—একজন সাহসী, প্রতিবাদী এবং নিবেদিতপ্রাণ ছাত্রনেতা। তার নামের মতোই তার সাহস, তার হৃদয় ভরপুর দেশপ্রেমে। তিনি লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা কোনো বিপ্লবী নন, বরং রাজপথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গড়ে ওঠা একজন প্রকৃত আন্দোলনকর্মী।

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এক ফেসবুক পোস্টে তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নন। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে তিনি আজকের জায়গায় এসেছেন। তিনি একজন দেশপ্রেমিক, বাংলাদেশী জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক।”

    নিপুণ রায় বলেন, সাহস কখনো অন্যায় করেননি। বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদে কখনো পিছু হটেননি। স্বৈরাচারী হাসিনার শাসনামলে তিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন, অসংখ্য মামলার শিকার হয়েছেন, হামলার মুখে পড়েছেন, বারবার কারাভোগ করেছেন এবং রিমান্ডে নির্মম নির্যাতন সহ্য করেছেন। তবুও তিনি তার অবস্থান থেকে সরেননি।

    তিনি আরও লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।”

    ফেসবুক পোস্টে নিপুণ রায় সাহসের জুলাই মাসে রাজপথে অবস্থানের একটি ছবিও শেয়ার করেন।

    উল্লেখ্য, সম্প্রতি ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় আলোচনায় আসেন গণেশচন্দ্র রায় সাহস। এ সময় ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তার ভূমিকা ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়।

    নিউজটি শেয়ার করুন

    প্রতিবাদী ছাত্রনেতা গণেশচন্দ্র রায় সাহসকে নিয়ে নিপুণ রায়ের আবেগঘন বার্তা

    আপডেট সময় ১২:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

    গণেশচন্দ্র রায় সাহস—একজন সাহসী, প্রতিবাদী এবং নিবেদিতপ্রাণ ছাত্রনেতা। তার নামের মতোই তার সাহস, তার হৃদয় ভরপুর দেশপ্রেমে। তিনি লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা কোনো বিপ্লবী নন, বরং রাজপথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গড়ে ওঠা একজন প্রকৃত আন্দোলনকর্মী।

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এক ফেসবুক পোস্টে তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নন। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে তিনি আজকের জায়গায় এসেছেন। তিনি একজন দেশপ্রেমিক, বাংলাদেশী জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক।”

    নিপুণ রায় বলেন, সাহস কখনো অন্যায় করেননি। বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদে কখনো পিছু হটেননি। স্বৈরাচারী হাসিনার শাসনামলে তিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন, অসংখ্য মামলার শিকার হয়েছেন, হামলার মুখে পড়েছেন, বারবার কারাভোগ করেছেন এবং রিমান্ডে নির্মম নির্যাতন সহ্য করেছেন। তবুও তিনি তার অবস্থান থেকে সরেননি।

    তিনি আরও লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।”

    ফেসবুক পোস্টে নিপুণ রায় সাহসের জুলাই মাসে রাজপথে অবস্থানের একটি ছবিও শেয়ার করেন।

    উল্লেখ্য, সম্প্রতি ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় আলোচনায় আসেন গণেশচন্দ্র রায় সাহস। এ সময় ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তার ভূমিকা ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়।