পবিত্র আশুরায় বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়ী হওয়ার শিক্ষা দেয়। এই তাৎপর্যময় দিনে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, ইসলাম একটি শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও মানবকল্যাণমুখী ধর্ম। এই আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ সহচররা জীবন উৎসর্গ করেন। ইয়াজিদের সৈন্যদের হাতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
ড. ইউনূস আশুরার বহুমাত্রিক তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, কারবালার বিয়োগান্তক ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) এ দিনে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বলা হয়, পৃথিবী সৃষ্টিসহ অনেক তাৎপর্যপূর্ণ ঘটনাও এই দিনে সংঘটিত হয়েছে।
বাণীতে তিনি সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতির জন্য দোয়া করেন।