ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

    শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান-অ্যাটর্নি জেনারেল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, যা এক ধরণের ‘ভূতের মুখে রাম নাম’ পরিস্থিতি।

    বুধবার (২৭ আগস্ট) তিনি নিজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়ার পরই ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন।

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিল। তবে আজ আদালতে জানানো হয়েছে, পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না এবং কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। কোনো ভোটাধিকার অর্জনের জন্য রক্তক্ষয়ী পরিস্থিতি আর হবে না।

    তিনি আরও উল্লেখ করেন, আগের সরকার বলেছিল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু তখন আওয়ামী লীগ নিজেই অনির্বাচিত সরকারের অধীনে ছিল। আমরা তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন পরিস্থিতি পরিবর্তিত হয়ে ‘ভূতের মুখে রাম নাম’—এবার শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান।

    নিউজটি শেয়ার করুন

    শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান-অ্যাটর্নি জেনারেল

    আপডেট সময় ০৫:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, যা এক ধরণের ‘ভূতের মুখে রাম নাম’ পরিস্থিতি।

    বুধবার (২৭ আগস্ট) তিনি নিজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়ার পরই ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন।

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিল। তবে আজ আদালতে জানানো হয়েছে, পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না এবং কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। কোনো ভোটাধিকার অর্জনের জন্য রক্তক্ষয়ী পরিস্থিতি আর হবে না।

    তিনি আরও উল্লেখ করেন, আগের সরকার বলেছিল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু তখন আওয়ামী লীগ নিজেই অনির্বাচিত সরকারের অধীনে ছিল। আমরা তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন পরিস্থিতি পরিবর্তিত হয়ে ‘ভূতের মুখে রাম নাম’—এবার শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান।