ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

    ময়মনসিংহে তিন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
    • / ৩২৮ বার পড়া হয়েছে

    ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে ১৮ লাখ টাকা। একই সঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

    এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

    তিনি বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চলছিল মেসার্স সোনালী জিগজাগ, মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স এস বি এম ব্রিক্স নামের তিন ইটভাটা। বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    নাজিয়া উদ্দিন আরও বলেন, উপজেলার অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ট্যাগস :

    নিউজটি শেয়ার করুন

    ময়মনসিংহে তিন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

    আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

    ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে ১৮ লাখ টাকা। একই সঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

    এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

    তিনি বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চলছিল মেসার্স সোনালী জিগজাগ, মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স এস বি এম ব্রিক্স নামের তিন ইটভাটা। বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    নাজিয়া উদ্দিন আরও বলেন, উপজেলার অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।