ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে টাকা চাইল চোর

- আপডেট সময় ০৩:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২৯৯ বার পড়া হয়েছে
একটা বিল্ডিংয়ের সামনে মুখে মাস্ক পরা যুবক ঘুরছেন। কিছুক্ষণ পায়চারি করার পর হুট করে ঢুকে পড়লেন নির্মাণাধীন ভবনে। ভবনের গ্যারেজে থাকা একটি মোটর সাইকেলের তালা মুহূর্তেই ভেঙে ফেললেন। এরপর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা।
ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই শহীদ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনে শনিবার (১৯ এপ্রিল) এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির দৃশ্য।
এ ঘটনায় ভুক্তভোগী জাকারিয়া (২২) জেলার কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের আজিজুর রহমানের ছেলে। মোটরসাইকেল হারিয়ে থানায় জিডি করেছেন তিনি।
এদিকে চুরির পর একটি নম্বর থেকে মোটরসাইকেলের মালিককে ফোন করে চোর। এসময় তার কাছে ১০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জাকারিয়া বলেন, নির্মাণাধীন ভবন ও গ্যারেজে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। গ্যারেজে বাইকটি রাখা ছিল। একপর্যায়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে, বাইকটি চুরি হয়েছে।
তিনি আরও বলেন, বাইক চুরির পর একটি মোবাইল ফোন নম্বর থেকে আমার কাছে কল করে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। ফোন করে চোর চক্রের কেউ একজন বলেছে, টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেবে। আমি থানায় জিডি করেছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জিডি পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চোরকে শনাক্তের চেষ্টা করব। এছাড়া যে বা যারা ফোন করে টাকা দাবি করেছে, আমরা সেটিও খতিয়ে দেখছি।