খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ

- আপডেট সময় ০২:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৩০৯ বার পড়া হয়েছে
এবার একটি বেসরকারি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় শনিবার (১৯ এপ্রিল) দুপুরের পর এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতাকাল শনিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘর এলাকার ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, একটি মোবাইল কোম্পানির দুই জন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়রি কিংবা অভিযোগ করেনি।
গেল ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় আটটি মোবাইল ফোনের টাওয়ার ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
এছাড়া বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।