ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৩০৯ বার পড়া হয়েছে

রাজধানীতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তের জন্য পিবিআই প্রধানকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

চার সদস্যের এই কমিটিতে পুলিশ, সিআইডি ও র‌্যাবের প্রতিনিধি রয়েছেন। আদালত তাদের ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্তের মেয়াদ বাড়িয়ে দিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।গত অক্টোবরে এই মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাদের বাসায় নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় মামলার তদন্ত এ পর্যন্ত ১১৮ বার সময় বাড়ানো হয়েছে। নতুন টাস্কফোর্স গঠনের পর থেকেই এই মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

আপডেট সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রাজধানীতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তের জন্য পিবিআই প্রধানকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

চার সদস্যের এই কমিটিতে পুলিশ, সিআইডি ও র‌্যাবের প্রতিনিধি রয়েছেন। আদালত তাদের ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্তের মেয়াদ বাড়িয়ে দিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।গত অক্টোবরে এই মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর-রুনি তাদের বাসায় নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় মামলার তদন্ত এ পর্যন্ত ১১৮ বার সময় বাড়ানো হয়েছে। নতুন টাস্কফোর্স গঠনের পর থেকেই এই মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।