ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

টরন্টোর রিয়েল এস্টেট তারকা ফরহাদ আহমেদ: ড্রিম ভ্যালি গালায় তিনটি সম্মাননা অর্জন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ২৮৬ বার পড়া হয়েছে

টরন্টো এবং গ্রেটার টরন্টো এরিয়ার রিয়েল এস্টেট ও মর্টগেজ সেক্টরে অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা এবং কমিউনিটি সেবার স্বীকৃতি হিসেবে ফরহাদ আহমেদ ড্রিম ভ্যালি রিয়েলটি ইনক.-এর দ্বিতীয় বার্ষিক গালা নাইটে একসঙ্গে তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছেন।

এই সম্মাননাগুলো হলো: টপ ক্লোজার অ্যাওয়ার্ড ২০২৪, সর্বোচ্চ সংখ্যক সফল রিয়েল এস্টেট লেনদেনের জন্য; ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড ২০২৪, নতুন ক্লায়েন্ট, রেফারেল এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য; এবং কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা ও সামাজিক উদ্যোগের জন্য।

অনুষ্ঠানে রিয়েল এস্টেট ও মর্টগেজ খাতের শীর্ষ পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর ফরহাদ আহমেদ বলেন, “এই সম্মাননাগুলো আমার কাজের প্রতি নিষ্ঠা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। আমি সবসময় বিশ্বাস করি, সঠিক তথ্য এবং পেশাদার সেবার মাধ্যমে ক্লায়েন্টদের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।”

ফরহাদ আহমেদ ২০১৩ সাল থেকে টরন্টো এবং আশপাশের এলাকায় রিয়েল এস্টেট ব্রোকার এবং লাইসেন্সপ্রাপ্ত মর্টগেজ ব্রোকার হিসেবে কাজ করছেন।

তিনি প্রি-কনস্ট্রাকশন, ফার্স্ট টাইম হোম বায়ার, রিফাইন্যান্সিং এবং রিনিউয়াল সংক্রান্ত সেবায় বিশেষজ্ঞ। ড্রিম ভ্যালি রিয়েলটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এবং তার নিজস্ব ব্র্যান্ড ফরহাদ রিয়েলটি (www.forhadrealty.com)-এর মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ান কমিউনিটিতে বিশ্বস্ত নাম হয়ে উঠেছেন।

তার সেবার বিশেষত্বের মধ্যে রয়েছে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা, কাস্টমাইজড রিয়েল এস্টেট ও মর্টগেজ সমাধান, ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য বিশদ গাইডলাইন এবং প্রি-কনস্ট্রাকশন ও ইনভেস্টমেন্ট প্রপার্টিতে বিশেষজ্ঞ পরামর্শ।

ফরহাদ আহমেদের সঙ্গে যোগাযোগ করতে: ইমেইল: forhad@dvrealty.ca, ওয়েবসাইট: www.forhadrealty.com, বা অফিসে: 885 Progress Ave, Suite 109, Toronto, ON M1H 3G3।

ফরহাদ আহমেদের এই অর্জন কানাডার বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং রিয়েল এস্টেট খাতে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে।

 

নিউজটি শেয়ার করুন

টরন্টোর রিয়েল এস্টেট তারকা ফরহাদ আহমেদ: ড্রিম ভ্যালি গালায় তিনটি সম্মাননা অর্জন

আপডেট সময় ০৪:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

টরন্টো এবং গ্রেটার টরন্টো এরিয়ার রিয়েল এস্টেট ও মর্টগেজ সেক্টরে অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা এবং কমিউনিটি সেবার স্বীকৃতি হিসেবে ফরহাদ আহমেদ ড্রিম ভ্যালি রিয়েলটি ইনক.-এর দ্বিতীয় বার্ষিক গালা নাইটে একসঙ্গে তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছেন।

এই সম্মাননাগুলো হলো: টপ ক্লোজার অ্যাওয়ার্ড ২০২৪, সর্বোচ্চ সংখ্যক সফল রিয়েল এস্টেট লেনদেনের জন্য; ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড ২০২৪, নতুন ক্লায়েন্ট, রেফারেল এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য; এবং কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা ও সামাজিক উদ্যোগের জন্য।

অনুষ্ঠানে রিয়েল এস্টেট ও মর্টগেজ খাতের শীর্ষ পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর ফরহাদ আহমেদ বলেন, “এই সম্মাননাগুলো আমার কাজের প্রতি নিষ্ঠা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। আমি সবসময় বিশ্বাস করি, সঠিক তথ্য এবং পেশাদার সেবার মাধ্যমে ক্লায়েন্টদের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।”

ফরহাদ আহমেদ ২০১৩ সাল থেকে টরন্টো এবং আশপাশের এলাকায় রিয়েল এস্টেট ব্রোকার এবং লাইসেন্সপ্রাপ্ত মর্টগেজ ব্রোকার হিসেবে কাজ করছেন।

তিনি প্রি-কনস্ট্রাকশন, ফার্স্ট টাইম হোম বায়ার, রিফাইন্যান্সিং এবং রিনিউয়াল সংক্রান্ত সেবায় বিশেষজ্ঞ। ড্রিম ভ্যালি রিয়েলটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এবং তার নিজস্ব ব্র্যান্ড ফরহাদ রিয়েলটি (www.forhadrealty.com)-এর মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ান কমিউনিটিতে বিশ্বস্ত নাম হয়ে উঠেছেন।

তার সেবার বিশেষত্বের মধ্যে রয়েছে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা, কাস্টমাইজড রিয়েল এস্টেট ও মর্টগেজ সমাধান, ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য বিশদ গাইডলাইন এবং প্রি-কনস্ট্রাকশন ও ইনভেস্টমেন্ট প্রপার্টিতে বিশেষজ্ঞ পরামর্শ।

ফরহাদ আহমেদের সঙ্গে যোগাযোগ করতে: ইমেইল: forhad@dvrealty.ca, ওয়েবসাইট: www.forhadrealty.com, বা অফিসে: 885 Progress Ave, Suite 109, Toronto, ON M1H 3G3।

ফরহাদ আহমেদের এই অর্জন কানাডার বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং রিয়েল এস্টেট খাতে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে।