অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে না করে পালিয়ে বেড়ানো যুবক গ্রেফতার

- আপডেট সময় ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে না করে পালিয়ে বেড়ানো প্রেমিককে গ্রেফতার করেছে র্যাব। পাবনার র্যাব-১২ এর সিপিসি-২ একটি দল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে রবিবার (৪ মে) ওই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতার যুবকের নাম শিমুল হোসেন (২৭)। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। এর আগে ২৮ এপ্রিল অন্তঃসত্ত্বা তরুণী শিমুল হোসেনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর ধরে শিমুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। সম্পর্ক চলাকালীন বিয়ের প্রলোভনে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন শিমুল। এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। পরে গত সোমবার (২৮ এপ্রিল) তিনি ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে সেখানে অবস্থান নেন। শিমুলকে বিয়ে করার দাবি জানান। কিন্তু শিমুল বিয়ে না করে নিজ এলাকা থেকে পালিয়ে যান। পরে মামলা করেন ওই তরুণী।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আসামিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।