বগুড়ায় বজ্রপাতে সহোদর ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৭:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার দেবডাঙ্গা এলাকায় রবিবার (৪ মে) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় ছিলেন মনমত হালদার ও তার ছোট ভাই সবুজ হালদার। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :