যশোরে স্বর্ণসহ যুবক আটক

- আপডেট সময় ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলায় এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে রবিবার (৪ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শুভ ঘোষ (৩২)। মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষ নামে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুভ ঘোষ নামের ওই ব্যক্তিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। আর স্বর্ণের চালানটি যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।