‘কেজিএফ’ সিরিজের নায়িকা শ্রীনিধি শেঠি
কারো কাছে ফুলদানি চরিত্রটি অপছন্দের কারো কাছে ভালোবাসার

- আপডেট সময় ০৬:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
শ্রীনিধি শেঠি ‘কেজিএফ’ সিরিজে যশের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে ছবিতে তার চরিত্রের স্ক্রিনটাইম ছিল তুলনামূলক খুবই কম। দ্বিতীয় কিস্তিতেও খুব একটা বাড়েনি তার উপস্থিতি। এ নিয়ে আছে আলোচনা, আছে সমালোচনাও।
প্রশান্ত নীল ‘কেজিএফ’ সিরিজের পরিচালনা করেছেন। এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখেন ২০১৮ সালে মিস সুপারন্যাচারাল হিসেবে মুকুট জয়ী শ্রীনিধি শেঠি। এবার ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললেন শ্রীনিধি।
নায়িকা বললেন, ‘কেজিএফ’ সিরিজে ফুলদানি চরিত্রে অভিনয় করে তিনি সন্তুষ্ট। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানতাম আমার চরিত্র কতটুকু। তবুও কাজটা করতে চেয়েছিলাম। ওটাই ছিল আমার স্বপ্নের প্রজেক্ট।
তিনি আরও বলেন, কারও কাছে ফুলদানি চরিত্রটি অপছন্দের। আবার কেউ সেটাকেও নিজের মতো করে ভালোবেসেছে। প্রথম সিনেমায় এমন চরিত্র আমি নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছিলাম। তবে ভবিষ্যতে এমন চরিত্র করব কি না, সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেব।
‘কেজিএফ’-এর মাধ্যমে নাম, খ্যাতি আর ভালোবাসা- এই তিনটি জিনিস পেয়েছেন বলে জানান শ্রীনিধি। তবে তিনি জোর দিয়ে বলেন, সেই সাফল্য তার ক্যারিয়ারকে বদলায়নি।
শ্রীনিধির নতুন সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’ আজ ১ মে মুক্তি পেতে যাচ্ছে । শ্রীনিধি এই তেলুগু সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেতা নানির সঙ্গে। শৈলেশ কোলানু ছবিটি পরিচালনা করেছেন । এটি ‘হিট ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি।
একটি রহস্যঘেরা খুনের তদন্তকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। জম্মু-কাশ্মীরে এক সিরিয়াল কিলার মামলার তদন্তের জন্য সেখানে বিশাখাপত্তনমের এক হিট স্কোয়াড অফিসারকে দায়িত্ব দেওয়া হয় । ছবিতে নানি ও শ্রীনিধির সঙ্গে আরও আছেন রাও রমেশ, ব্রহ্মাজি, আদিল পালা, মগন্তি শ্রীনাথসহ অনেকে।