শ্রমিকদলের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত

- আপডেট সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুরে শ্রমিকদলের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সাকুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মানিক গাজী (৬৫)। তিনি উপজেলার ওটরা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সদস্য ছিলেন। তিনি মে দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) দুপুর দেড়টার দিকে বেপরোয়া গতিতে দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় মানিক গাজীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, স্থানীয়রা বাসটি জব্দ করতে পারলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।