জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেফতার আওয়ামী লীগ নেতা

- আপডেট সময় ০২:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান। গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জামিনে মুক্তিপান। এরপর বরগুনা সদর থানায় করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় তাকে ফের গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার একটি অনাথ আশ্রম থেকে বাদল খানকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ গত বছরের আগস্ট মাসে আমতলী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর করেছেন।
পরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার (৩০ এপ্রিল) রাতে ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে জেলগেট থেকে আটক করে। পরে তাকে বিস্ফোরণদ্রব্য আইনে করা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখায়।
চেয়ারম্যান বাদল খান স্থানীয়ভাবে আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে। এই আওয়ামী লীগ নেতার মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকরা সব থেকে বেশি হেনস্থার শিকার হয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামান বাদল খান জামিন পেয়েছেন অন্য একটি মামলায়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। যে কারণে সেই মামলায় জামিনে বের হওয়ার পর জেলগেটের সামনে থেকে পুনরায় পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।