১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু তার চুরি হয়েছে বলেও দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু তার চুরি হয়েছে বলেও দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।