১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মোবাইল চুরির অভিযোগে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

নাটোর সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সদর উপজেলার তেগাছী গ্রামে বুধবার (৩০ এপ্রিল) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম খোরশেদ আলী। তিনি উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম সোলেমান। সে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ করে এসএসসি পরীক্ষার্থী সোলেমান। পরে দুজনের মধ্য কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোলেমান রিকশাচালক খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোলেমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোবাইল চুরির অভিযোগে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৬:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

নাটোর সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সদর উপজেলার তেগাছী গ্রামে বুধবার (৩০ এপ্রিল) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম খোরশেদ আলী। তিনি উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম সোলেমান। সে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ করে এসএসসি পরীক্ষার্থী সোলেমান। পরে দুজনের মধ্য কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোলেমান রিকশাচালক খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোলেমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।