০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

মুক্তাগাছায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর গ্রামে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলা খাতুন (৪৫)। তিনি একই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্তের নাম মনির হোসেন। তিনি একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ঘর থেকে বাইরে চলে যান।

পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার চার বছর বয়সী ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

এসময় মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে চাইলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। এ সময় মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুক্তাগাছায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

আপডেট সময় ০৭:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর গ্রামে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলা খাতুন (৪৫)। তিনি একই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্তের নাম মনির হোসেন। তিনি একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ঘর থেকে বাইরে চলে যান।

পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার চার বছর বয়সী ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

এসময় মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে চাইলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। এ সময় মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন।