চকলেটের লোভে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন সোনম

- আপডেট সময় ০৫:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
৮০-৯০ দশকে অল্প বয়সে অভিনয় জগতে পা রেখে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সোনম খান। ওই দশকের ফ্যাশন আইকন ও সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তবে সোনম খান আজ অনেকের কাছেই অপরিচিত, কিন্তু এক সময় তার নাম ছিল বলিউডের আলোচিত মুখ।
মাত্র ১৪ বছর বয়সে অভিনয় শুরু করেন সোনম। জন্মসূত্রে তার নাম ছিল বখতাওয়ার খান, কিন্তু কিংবদন্তি পরিচালক যশ চোপড়া তাকে নতুন নাম দেন—‘সোনম’। এই নামেই তিনি বলিউডে প্রতিষ্ঠা পান এবং একের পর এক হিট সিনেমায় অভিনয় করে স্টাইল আইকনে পরিণত হন।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিট্টি অউর সোনা’ সিনেমায় একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন সোনম, যা পরবর্তীতে তিনি নিজেই প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তখন তিনি ছিলেন অপ্রস্তুত এক কিশোরী। তাকে সেই দৃশ্যে রাজি করানো হয়েছিল চকোলেটের লোভ দেখিয়ে।
সোনম বলেন, “আমায় বলা হয়েছিল, যদি নগ্ন দৃশ্যে অভিনয় করি, তবে আমায় চকলেট দেওয়া হবে। আমি তখন খুবই ছোট। শুধু চকলেটের লোভেই সেই দৃশ্যে অভিনয় করেছিলাম।” এই স্বীকারোক্তি বলিউডের সেই সময়ের অন্ধকার দিককেই সামনে নিয়ে আসে, যেখানে শিশুশিল্পীদের মানসিকতা ও সিদ্ধান্তের বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হতো না।
১৯৮৮ সালে ‘বিজয়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনমের। অনিল কাপুর, ঋষি কাপুর, হেমা মালিনী, মীনাক্ষী শেশাদ্রির মতো তারকাদের সঙ্গে কাজ করেই আলোচিত হন তিনি। প্রথম সিনেমাতেই একাধিক চুম্বনদৃশ্য তাকে ‘বোল্ড অভিনেত্রী’ হিসেবে প্রতিষ্ঠা দেয়। পরবর্তীতে ‘ত্রিদেব’ সিনেমার ‘ওয়ে ওয়ে’ গান তাকে আরও জনপ্রিয় করে তোলে, যা আজও অনেকের স্মৃতিতে জেগে আছে।
সোনমের ক্যারিয়ারে একাধিক বিতর্ক ও সাহসী দৃশ্য ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হারিয়ে যান বলিউডের আলো থেকে।