গুগল প্লে স্টোর থেকে সরানো হলো ১৫ লাখ বিপজ্জনক অ্যাপ

- আপডেট সময় ০৬:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
আমরা প্রতিদিন গুগল ব্যবহার করি—সার্চ থেকে শুরু করে অ্যাপ ডাউনলোড, সবকিছুই মাত্র কয়েকটি ক্লিকে। কিন্তু গুগল প্লে স্টোরের চকচকে পর্দার আড়ালে লুকিয়ে থাকে এক অন্ধকার হুমকি। লাখ লাখ অ্যাপের ভিড়ে কিছু অ্যাপ এমন, যেগুলো আপনার ফোনের তথ্য চুরি করে, ডার্ক ওয়েবে বিক্রি করে, এমনকি ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে। এবার গুগল এই বিপদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।
২০২৪ সালে গুগল প্লে স্টোর থেকে ১৫ লাখেরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল। এই অ্যাপগুলো ছিল নিম্নমানের এবং সম্ভাব্য বিপজ্জনক। অ্যাপফিগার্সের তথ্য অনুযায়ী, বছরের শুরুতে প্লে স্টোরে ছিল ৩৪ লাখ অ্যাপ, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ লাখে—অর্থাৎ ৪৭ শতাংশ কমে গেছে। এই বিশাল পরিস্কার অভিযানের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের জন্য প্লে স্টোরকে নিরাপদ এবং বিশ্বস্ত করা।
কিন্তু কেন গুগল এতো বড় পদক্ষেপ নিল? নিম্নমানের অ্যাপগুলো শুধু ফোনের জায়গা দখল করে না, এগুলো আপনার ব্যক্তিগত তথ্যের জন্যও হুমকি।
এই অ্যাপগুলোর নিরাপত্তা স্তর, কার্যকারিতা এবং আপডেটের অনিয়ম নিয়ে ব্যবহারকারীদের মনে উদ্বেগ থাকে। গুগলের কঠোর ডেভেলপার নীতি এবং এআই-সহায়তায় পর্যালোচনা প্রক্রিয়া এই অ্যাপগুলোকে চিহ্নিত করেছে। শুধু তাই নয়, গুগল ২৩ লাখেরও বেশি অ্যাপ প্রকাশ হওয়া থেকে বিরত করেছে এবং ১ লাখ ৫৮ হাজার ডেভেলপার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এই পরিস্কার অভিযান কী ব্যবহারকারীদের জন্য সত্যিই নিরাপদ?
উত্তর হলো, হ্যাঁ। কম অ্যাপ মানে কম ঝুঁকি, কম জটিলতা এবং উচ্চমানের অ্যাপ খুঁজে পাওয়ার সহজ সুযোগ। গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়নেরও বেশি অ্যাপ স্ক্যান করে, যা রিয়েল-টাইমে ক্ষতিকর অ্যাপ শনাক্ত করে। ফলে ব্যবহারকারীরা এখন আরও নিরাপদে অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং তাদের অভিজ্ঞতাও উন্নত হচ্ছে।
তবে সাবধান! প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে ফেললেও, আপনার ফোনে ইতিমধ্যে ইনস্টল করা অ্যাপগুলো থেকে যেতে পারে। অ্যাপ ডাউনলোডের আগে রিভিউ, রেটিং এবং ডেভেলপারের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন এবং গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন।
আপনার ফোনের নিরাপত্তা আপনার হাতে। গুগলের এই পদক্ষেপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন দিনের সূচনা। বিপজ্জনক অ্যাপের ছায়া থেকে মুক্তি পেয়ে প্লে স্টোর এখন আরও নিরাপদ ও ব্যবহারকারীবান্ধব। তবে সতর্ক থাকুন, সঠিক অ্যাপ বেছে নিন এবং নিরাপদে ডিজিটাল জগতে বিচরণ করুন।