অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়ালো

- আপডেট সময় ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ড, অর্থাৎ এনবিআর, তাদের করদাতাদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার ফলস্বরূপ অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে, এই সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে, যা এর আগের বছরগুলোর তুলনায় একটি নতুন মাইলফলক। শুধু তাই নয়, ২০ লাখেরও বেশি করদাতা ইতিমধ্যেই এই অনলাইন রিটার্ন দাখিল করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
এনবিআর জানিয়েছে, তারা করদাতাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন মতামত এবং চাহিদাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অনলাইন রিটার্ন দাখিলের পুরো প্রক্রিয়াটিকে আরও সরল ও সহজে ব্যবহারযোগ্য করে তুলেছে।
এর ফলে, যারা আগে এই প্রক্রিয়া সম্পর্কে দ্বিধায় ছিলেন, তারাও এখন স্বাচ্ছন্দ্যের সঙ্গে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। বিশেষত, আয়কর দিবস শেষ হওয়ার পরেও এই অনলাইন সেবাটি চালু থাকায়, করদাতারা তাদের সুবিধামত সময়ে এবং কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন।
শুধু প্রাথমিক রিটার্ন দাখিলই নয়, দাখিলকৃত রিটার্নে যদি কোনো ভুল বা অসঙ্গতি থেকে যায়, তবে তা সংশোধনের সুযোগও রেখেছে এনবিআর।
আয়কর আইন ২০২৩-এর ধারা ১৮০(১) অনুযায়ী, মূল রিটার্ন জমা দেওয়ার ১৮০ দিনের মধ্যে করদাতারা তাদের ভুল সংশোধন করে পুনরায় রিটার্ন দাখিল করতে পারেন।
এই সংশোধনের প্রক্রিয়াটিও সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই সাত হাজার ২২৫ জন করদাতা তাদের দাখিলকৃত রিটার্নে ভুলত্রুটি সংশোধন করে নতুন করে জমা দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড এই অনলাইন আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকল সম্মানিত করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একইসঙ্গে, তারা দেশের সকল আয়কর দাতাকে এই আধুনিক এবং সুবিধাজনক ডিজিটাল সেবাটি ব্যবহারের জন্য বিশেষভাবে উৎসাহিত করেছে, যাতে কর সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত হয়।