নেত্রকোনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

- আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩২৪ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সাড়ে চারটার দিকে শহরের সাতপাই এলাকার বানপ্রস্থে এই জন্মজয়ন্তী পালিত হয়। এর আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেত্রকোনা জেলা শাখা, রবীন্দ্র চর্চা কেন্দ্র নেত্রকোনা ও কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তন।
শুরুতে বিশিষ্ট তবলা গুরু ভক্ত চন্দ্র দাশ ও হলিক্রসের সাবেক শিক্ষক অধ্যাপক উপেন্দ্র কুমার দাশের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পূরবী কুণ্ডু। স্বাগত বক্তব্য রাখেন দেবজ্যোতি রায়। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু।
গান পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তনের পরিচালক প্রশিক্ষক দৃষ্টি সাহা রায়, প্রশিক্ষক নজরুল সঙ্গীত শিল্পী মৌমিতা ধর, সুদর্শন বিশ্বশর্মা, কানন কর্মকার, সুশ্মিতা রাহা, সিঁথি সাহা, নৃপ্রিয়া, ঐন্দ্রিলা কর, মুগ্ধ চৌধুরী, পার্থ সরকার ও নীলয়। আবৃত্তি করেন প্রেক্ষা চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী।