ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

মায়ের সঙ্গে নদীতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৭৫ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাশিপুর গ্রামে মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফাতেমা খানম (৪)। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।

ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এ সময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ফাতেমাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে শিশুটি মারা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মায়ের সঙ্গে নদীতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাশিপুর গ্রামে মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফাতেমা খানম (৪)। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।

ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এ সময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ফাতেমাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে শিশুটি মারা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।