পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নোটিশ, ভারত-পাক সম্পর্কে উত্তেজনা

- আপডেট সময় ০২:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুবই খারাপ অবস্থায় পৌঁছেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছে।
এর মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নোটিশ জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ২৪ ও ২৫ এপ্রিল এই পরীক্ষা হতে পারে। ভারতীয় সংস্থাগুলো এ বিষয়ে কড়া নজর রাখছে। তবে পাকিস্তান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কাশ্মীরে হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি জঙ্গি সংগঠন, যেটি পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, এই সংগঠনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সমর্থন রয়েছে।
হামলার পর বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে বলেন, জম্মু-কাশ্মীরে সফল নির্বাচন ও উন্নয়নের সময় এই হামলা হয়েছে। তিনি হামলার পেছনে সীমান্তের ওপারের যোগসাজসের কথা উল্লেখ করেন।
ভারত এ ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা, আটারি চেকপোস্ট বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য বিশেষ ভিসা বাতিল করা, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত ঘোষণা এবং দুই দেশের দূতাবাসে কর্মী সংখ্যা কমানো।
ভারতের এসব পদক্ষেপের জবাবে পাকিস্তান বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে এই বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।