নেত্রকোনায় সনজীদা খাতুনের জন্মদিন পালন

- আপডেট সময় ০১:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
বাঙালির আত্মপরিচয়ের বোধিবৃক্ষ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুনের ৯৩ তম জন্মদিন ছিলো গত ৪ এপ্রিল। তার জন্মদিন উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ নেত্রকোনা জেলা শাখা শুক্রবার (১১ এপ্রিল) নেত্রকোনার নাগড়া এলাকার কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তনে ‘লহো প্রণতি’ শিরোনামে জন্মদিনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পূরবী কুণ্ডুর সভাপতিত্বে ও রোদসী চক্রবর্তীর সঞ্চালনায় সনজীদা খাতুনের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক পূরবী সম্মানিত। স্মৃতি থেকে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক সুকেশ সরকার ও শিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন অঞ্জনা বিশ্বাস, অঙ্কিতা সেনগুপ্ত ও পার্থ সরকার।
সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের গানের পর্ব পরিচালনা করেন সংগঠনের স্কুল বিষয়ক সম্পাদক এবং কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তনের পরিচালক ও প্রশিক্ষক রবীন্দ্র সঙ্গীত শিল্পী দৃষ্টি সাহা রায় ও সংগঠনের নিয়মিত শিল্পীবৃন্দ।
সমবেতকণ্ঠে পরিবেশিত রবীন্দ্রনাথের গানের মধ্যে ছিলো ‘ওদের সাথে মিলাও, যারা চড়ায় তোমার ধেনু, জগৎ জোড়ে উদার সুরে, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে’।
কবিতা আবৃত্তি ও সমবেত কণ্ঠের ফাঁকে ফাঁকে চলে পঞ্চকবির গান। সনজীদা খাতুনকে শ্রদ্ধা নিবেদনপর্বে প্রথমেই একক কণ্ঠে গান করেন কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তনের প্রশিক্ষক ও সংগঠনের সদস্য নজরুল সঙ্গীত শিল্পী মৃন্ময়ী মৌমিতা ভরা থাক স্মৃতি সুধায়, করবী সাহা টুম্পা করেন ভেঙে মোর ঘরের চাবি, নজরুল সঙ্গীত শিল্পী সুদর্শন বিশ্বশর্মা করেন বুলবুলি নীরব নার্গিস বনে, নিবেদিতা বন্দ্যোপাধ্যায় করেন কে গো অন্তরতর সে, পূরবী কুণ্ডু করেন তোমায় গান শোনাব, দৃষ্টি সাহা পরিবেশন করেন পথে চলে যেতে যেতে কোথা কোনখানে, শিমুল সাহার কণ্ঠে জাগোরনে যায় বিভাবরী ইত্যাদি গান। লহো প্রণতি পর্বে তালবাদ্যে ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য সুব্রত রায় টিটু, শোভন সরকার, তীর্থ এবং বাঁশিতে নাজমুল হুদা। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।