এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত: পেছানোর সুযোগ নেই

- আপডেট সময় ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ঘোষণার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্পষ্ট অবস্থান জানিয়েছে। বোর্ড জানায়, পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের এ দাবিকে অযৌক্তিক মনে করছেন। তাদের বক্তব্য, পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং জুন মাসে এইচএসসি পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই এইচএসসি পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, “পরীক্ষার জন্য সব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পেছানো সম্ভব নয়। শিক্ষার্থীদের দাবিগুলোর কোনো যৌক্তিক ভিত্তি নেই এবং এ বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
তিনি আরও বলেন, “আমাদের তথ্য অনুযায়ী, বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। কিছু ব্যক্তি শিক্ষার্থী পরিচয়ে ফেসবুকে পরীক্ষা পেছানোর গুজব ছড়াচ্ছে।” তিনি সব পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।