ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক। এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাওকে রাখা হয়নি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন আরও ১৯ জন উপদেষ্টা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।

বিএনপি-এনসিপির মধ্যে গত কয়েক দিন ধরে টানাপোড়েন চলছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক। এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাওকে রাখা হয়নি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন আরও ১৯ জন উপদেষ্টা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।

বিএনপি-এনসিপির মধ্যে গত কয়েক দিন ধরে টানাপোড়েন চলছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে।