০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

হেনরি কেভিল আবারও ফিরছেন শার্লক হোমস চরিত্রে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ২ বার পড়া হয়েছে

‘এনোলা হোমস’ নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা সিরিজ। এর তৃতীয় কিস্তিতে আবারও শার্লক হোমস চরিত্রে ফিরছেন সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি কেভিল। আগের দুই সিনেমাতেও
মিলি ববি ব্রাউনের সঙ্গে একত্রে তিনি ছিলেন। সেই পরিচিত রহস্যময় শার্লকের ভূমিকায় তৃতীয় পর্বেও তাকে দেখা যাবে।

এই নতুন সিনেমায় হেনরি কেভিল ছাড়াও ফিরছেন লুইস প্যাট্রিজ (টিউকসবারি), হেলেনা বোনহ্যাম কার্টার (ইউডোরিয়া হোমস), হিমেশ প্যাটেল (ড. জন ওয়াটসন) এবং শ্যারন ডানকান-ব্রুস্টার (মোরিআর্টি)।

জানা গেছে, এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এবারের কাহিনী এগোবে মাল্টায়। সেখানে এনোলা এমন এক জটিল ও বিপজ্জনক মামলার মুখোমুখি হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে।

পূর্বের দুই কিস্তির পরিচালক ছিলেন হ্যারি ব্র্যাডবিয়ার। তার পরিবর্তে এবার পরিচালনার দায়িত্বে আছেন ‘বয়েলিং পয়েন্ট’ খ্যাত ফিলিপ বারান্তিনি। এর চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন।

বিভিন্ন প্রকল্প নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন হেনরি কেভিল। তবে ‘এনোলা হোমস ৩’–এ তার প্রত্যাবর্তন তার ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রহস্যপ্রেমীদের জন্য এই সিনেমা হতে যাচ্ছে আরও এক স্মরণীয় অ্যাডভেঞ্চার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হেনরি কেভিল আবারও ফিরছেন শার্লক হোমস চরিত্রে

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

‘এনোলা হোমস’ নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা সিরিজ। এর তৃতীয় কিস্তিতে আবারও শার্লক হোমস চরিত্রে ফিরছেন সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি কেভিল। আগের দুই সিনেমাতেও
মিলি ববি ব্রাউনের সঙ্গে একত্রে তিনি ছিলেন। সেই পরিচিত রহস্যময় শার্লকের ভূমিকায় তৃতীয় পর্বেও তাকে দেখা যাবে।

এই নতুন সিনেমায় হেনরি কেভিল ছাড়াও ফিরছেন লুইস প্যাট্রিজ (টিউকসবারি), হেলেনা বোনহ্যাম কার্টার (ইউডোরিয়া হোমস), হিমেশ প্যাটেল (ড. জন ওয়াটসন) এবং শ্যারন ডানকান-ব্রুস্টার (মোরিআর্টি)।

জানা গেছে, এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এবারের কাহিনী এগোবে মাল্টায়। সেখানে এনোলা এমন এক জটিল ও বিপজ্জনক মামলার মুখোমুখি হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে।

পূর্বের দুই কিস্তির পরিচালক ছিলেন হ্যারি ব্র্যাডবিয়ার। তার পরিবর্তে এবার পরিচালনার দায়িত্বে আছেন ‘বয়েলিং পয়েন্ট’ খ্যাত ফিলিপ বারান্তিনি। এর চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন।

বিভিন্ন প্রকল্প নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন হেনরি কেভিল। তবে ‘এনোলা হোমস ৩’–এ তার প্রত্যাবর্তন তার ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রহস্যপ্রেমীদের জন্য এই সিনেমা হতে যাচ্ছে আরও এক স্মরণীয় অ্যাডভেঞ্চার।