বার্লিনে কবি দাউদ হায়দারের মৃত্যু

- আপডেট সময় ০১:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
জার্মানিতে নির্বাসিত কবি, লেখক ও সাংবাদিক দাউদ হায়দার মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে বার্লিনের একটি বৃদ্ধাশ্রমে ৭৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
দাউদ হায়দার ১৯৫২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, গল্প ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সত্তরের দশকে তিনি দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে তার একটি কবিতা ‘দ্য বেস্ট পোয়েম অব এশিয়া’ পুরস্কার পায়।
১৯৭৪ সালে তার কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জামিন দিয়ে বিশেষ বিমানে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। ভারত সরকারও তাকে বহিষ্কার করে। নোবেল বিজয়ী লেখক গুল্টার গ্রাসের সহযোগিতায় ১৯৮৭ সালে জার্মানিতে আশ্রয় নেন তিনি।
চিরকুমার দাউদ হায়দার দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছর ডিসেম্বরে বাসার সিঁড়িতে পড়ে মাথায় আঘাত পান। তখন তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।