রণবীরের বউ হিসেবে দীপিকাকে চেয়েছিলেন দাদা শাম্মী কাপুর

- আপডেট সময় ০৪:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
বলিউডের হিরো রণবীর কাপুরের সঙ্গে দারুণ সম্পর্ক ছিলো দাদা শাম্মী কাপুরের। ‘রকস্টার’ নামের একটি সিনেমায় দাদু-নাতি একসঙ্গে অভিনয়ও করেছিলেন। সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালে। তবে তার আগেই পৃথিবী ছেড়ে চলে যান শাম্মী কাপুর। তাই নিজের চোখে দাদা-নাতির অভিনয়টা দেখে যেতে পারেননি শাম্মী কাপুর।
এবার নতুন গল্প প্রকাশ হলো দাদা-নাতির। বলিউডের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের বিয়ে হোক এটাই চেয়েছিলেন দাদা শাম্মী কাপুর। তখন দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কটাও বেশ ভালো ছিল।
সম্প্রতি ভাইরাল হয় শাম্মী কাপুরের পুরনো একটি সাক্ষাৎকার। সেই ভিডিওতে দেখা গেছে তাকে রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ও (দীপিকা) কিছুদিন সিঙ্গেল থাকবে, তারপর আমি ওকে বলব রণবীরকে বিয়ে করতে। ওরা দারুণ একটা জুটি হবে। ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও সুদর্শন।
তখনই অনুমান করা হয়েছিল যে সেই সময় প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। যদিও পরবর্তীতে দুজনেই আলাদা হয়ে যান। রণবীর বিয়ে করেন আলিয়া ভাটকে। আর দীপিকা বেছে নিয়েছেন রণভীর সিংকে।
রণবীরের বউ হিসেবে দীপিকাকে চেয়েছিলেন শাম্মী কাপুর
বলিউডের হিরো রণবীর কাপুরের সঙ্গে দারুণ সম্পর্ক ছিলো দাদা শাম্মী কাপুরের। ‘রকস্টার’ নামের একটি সিনেমায় দাদু-নাতি একসঙ্গে অভিনয়ও করেছিলেন। সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালে। তবে তার আগেই পৃথিবী ছেড়ে চলে যান শাম্মী কাপুর। তাই নিজের চোখে দাদা-নাতির অভিনয়টা দেখে যেতে পারেননি শাম্মী কাপুর।
এবার নতুন গল্প প্রকাশ হলো দাদা-নাতির। বলিউডের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের বিয়ে হোক এটাই চেয়েছিলেন দাদা শাম্মী কাপুর। তখন দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কটাও বেশ ভালো ছিল।
সম্প্রতি ভাইরাল হয় শাম্মী কাপুরের পুরনো একটি সাক্ষাৎকার। সেই ভিডিওতে দেখা গেছে তাকে রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ও (দীপিকা) কিছুদিন সিঙ্গেল থাকবে, তারপর আমি ওকে বলব রণবীরকে বিয়ে করতে। ওরা দারুণ একটা জুটি হবে। ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও সুদর্শন।
তখনই অনুমান করা হয়েছিল যে সেই সময় প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। যদিও পরবর্তীতে দুজনেই আলাদা হয়ে যান। রণবীর বিয়ে করেন আলিয়া ভাটকে। আর দীপিকা বেছে নিয়েছেন রণভীর সিংকে।