আবারও শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

- আপডেট সময় ০৫:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
দীপিকা পাড়ুকোন। বলিউড বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়েই ক্যারিয়ারের শুরু করেছিলেন। আজ সাফল্যে ভরপুর সেই ক্যারিয়ার। শাহরুখ-দীপিকা জুটিকে সর্বশেষ ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে দেখা গেছে। এই দুটি ছবির দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন তারা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের নতুন সিনেমা ‘কিং’য়ে বাদশার সঙ্গে দেখা যাবে তার বক্স অফিসের লক্ষ্মী দীপিকাকে।
পিংকভিলা-র এক্সক্লুসিভ প্রতিবেদনে জানা গেছে, শাহরুখ খান কিং সিনেমায় দীপিকার থাকা নিয়ে শুরু থেকেই আগ্রহী ছিলেন। তবে জিমে ফিরে শরীরচর্চা ও সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটানো নিয়ে ব্যস্ত থাকায় দীপিকার সঙ্গে শিডিউল মেলেনি। তখন দীপিকার বদলে কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথা ভাবা হচ্ছিল।
তবে ছবির শিডিউল পিছিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত দীপিকাই নির্বাচিত হলেন। সিনেমাটির গুরু‘ত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন তিনি।
সূত্র জানায়, দীপিকার চরিত্রটি এক্সটেন্ডেড ক্যামিও ধরনের। তিনি প্রায় ১০ থেকে ১২ দিন শুটিং করবেন। তার পর্বের শুটিং শুরু হবে অক্টোবর মাসে।
এই অ্যাকশন থ্রিলারটির প্রি-প্রোডাকশন চলছে পুরোদমে। এতে আরও একটি শক্তিশালী চরিত্র রয়েছে। যেখানে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে। তবে এখনও সেটি চূড়ান্ত হয়নি।
এ সিনেমার গান করছেন সাচিন-জিগার। ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন অনিরুদ্ধ। অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন ডিরেক্টরদেরও যুক্ত করা হয়েছে। শুটিং হবে ভারত ও ইউরোপে।