জামিন না পেয়ে আসামিপক্ষের লোকজন বাদীকে পিটিয়েছে

- আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
মারধরের মামলায় জামিন না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসামিপক্ষের লোকজন বাদীকে ফের পিটিয়ে আহত করেছে। প্রথমবার মাথায় কোপানোর পর এবার তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। আহত সজীব মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন শুক্রবার (৯ মে) দুপুরে মানববন্ধন করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা জানান, এ ধরনের ঘটনা এলাকার মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়।
এ সময় জানানো হয়, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার দরুইন এলাকায় পাঁচ জানুয়ারি সজীব মিয়া নামে একজনকে মারধর করা হয়।
এ সময় জ্বরে আক্রান্ত তার ভাই আরাফতকেও বাড়িতে গিয়ে মারধর করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করেন সজীব। গত চার মে আত্মসমর্পণ করলে ব্রাহ্মণবাড়িয়ার আদালতের বিচারক এক নম্বর আসামির জামিন বাতিল করে জেলহাজতে পাঠান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুলাল মিয়ার পক্ষের লোকজন ওই দিন রাতের বেলায় সজীবের উপর হামলা করে।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার মানববন্ধনের আয়োজন করে। শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থলের প্রবেশমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী ও সজীবের স্বজনদের পক্ষে বক্তব্য রাখেন, মতিউর রহমান, সজ্জল মিয়া, মতি মিয়া, সুলতানা, মরিয়ম বেগম।
মতিউর রহমান নামে স্থানীয় বৃদ্ধ বলেন, এভাবে একটা মানুষ একটা মানুষকে মারতে পারেন না। প্রথম ঘটনায় জ্বরে আক্রান্ত ১২-১৪ বছর বয়সী ছেলেও রক্ষা পায়নি। এ ঘটনায় জামিন না পেয়ে সজীবকে কুকুরের মতো পেটানো হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’