মেয়ে আরাধ্যার জন্য অভিষেক-ঐশ্বরিয়ার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি

- আপডেট সময় ০৫:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের একমাত্র কন্যা আরাধ্যার জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। ২০১৫ সালে কেনা এই বাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে জানা গেছে।
দুবাইয়ের জুমেইরা গল্ফ এস্টেটে অবস্থিত এই প্রাসাদোপম বাড়িটিতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল, হোম থিয়েটার, গল্ফ খেলার মাঠ, বিরাট বাগান ও ঝর্ণা। বাড়ির রান্নাঘরও তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তিতে। এই একই এলাকায় শাহরুখ খান, শিল্পা শেট্টি ও অনন্ত অম্বানীর মতো বলিউড তারকাদেরও বাড়ি রয়েছে।
২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা। সন্তান জন্মের পর থেকে অভিনয়ের কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। সম্প্রতি ১৩ বছর পূর্ণ করেছে আরাধ্যা। কন্যাকে ঘিরেই এখন তাদের সব পরিকল্পনা।
সম্পত্তির দিক থেকে ঐশ্বরিয়া অভিষেকের চেয়ে এগিয়ে রয়েছেন। বিভিন্ন সূত্রমতে, ঐশ্বরিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৭৬ কোটি টাকা, যেখানে অভিষেকের রয়েছে ২৮০ কোটি টাকার সম্পত্তি। মুম্বাইয়ে তাদের নিজস্ব বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে এই দম্পতির।
গত বছর দেড়েক ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন চললেও, সম্প্রতি ১৮তম বিবাহবার্ষিকীতে পরিবারের ছবি শেয়ার করে সেই জল্পনাকে ভুল প্রমাণ করেছেন ঐশ্বরিয়া।