০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
অভিনেতা সিদ্দিকের ওপর হামলা

ছেঁড়া জামাকাপড়ে রাস্তায় হাঁটিয়ে থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে একদল যুবক তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে।

কেউ কেউ তাঁর গায়ে হাত তুলছিল, আর সিদ্দিক তখন কাঁদছিলেন। এ সময় অভিযুক্তরা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিল।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার বিকেলে, ঢাকার কাকরাইল এলাকায়। একপর্যায়ে সিদ্দিককে রমনা থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রমনা থানার ওসি (অপারেশনস) আতিকুল আলম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে থানায় এনে সোপর্দ করে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এ হামলার সঙ্গে জড়িতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, তা এখনও নিশ্চিত নয়। ভিডিওতে এক ব্যক্তি দাবি করেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।’

সিদ্দিক আওয়ামী লীগ সরকারের সময়ে গুলশান ও মধুপুর আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন চাইেছিলেন।

এ ঘটনায় শিল্পী সমাজের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং খোঁজ নিচ্ছেন।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অভিনেতা সিদ্দিকের ওপর হামলা

ছেঁড়া জামাকাপড়ে রাস্তায় হাঁটিয়ে থানায় হস্তান্তর

আপডেট সময় ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে একদল যুবক তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে।

কেউ কেউ তাঁর গায়ে হাত তুলছিল, আর সিদ্দিক তখন কাঁদছিলেন। এ সময় অভিযুক্তরা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিল।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার বিকেলে, ঢাকার কাকরাইল এলাকায়। একপর্যায়ে সিদ্দিককে রমনা থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রমনা থানার ওসি (অপারেশনস) আতিকুল আলম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিককে থানায় এনে সোপর্দ করে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এ হামলার সঙ্গে জড়িতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, তা এখনও নিশ্চিত নয়। ভিডিওতে এক ব্যক্তি দাবি করেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।’

সিদ্দিক আওয়ামী লীগ সরকারের সময়ে গুলশান ও মধুপুর আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন চাইেছিলেন।

এ ঘটনায় শিল্পী সমাজের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং খোঁজ নিচ্ছেন।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।